নাসিরনগরে হামলার ঘটনায় ফের কারাগারে আঁখি


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২০ জুন ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় হরিপুর ইউনিয়নের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে আবারো কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির কামালের আদালতে হাজিরা দিতে আসলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেওয়ান আতিকুর রহমান আঁখি নাসিরনগরের হামলার ঘটনায় দায়ের করা চারটি মামলার অন্যতম আসামি। গ্রেফতারের পর তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে জেলার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ডিবি পুলিশ ঢাকা থেকে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গ্রেফতার করে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।