রাজবাড়ীতে কৃষক সমিতির মানববন্ধন


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৮ মে ২০১৫

`কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও` এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি পণ্যের লাভজনক দামসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা সিপিবি’র সভাপতি আবুল কালাম, সমিতির সভাপতি মজিব আলম বকুল, সহ-সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাসান খোকা, গোয়ালন্দ উপজেলা সাধারণ সম্পাদক কাজী সাহাবুদ্দিন, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি সুমন কুমার বিশ্বস।

বক্তারা ধান, গম, পাট, ভূট্টা, সবজিসহ ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালু, কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয়, আসন্ন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, চাল আমদানি বন্ধ, বিএডিসিকে সচল,পল্লি রেশন শস্য বীমা চালু, পল্লি বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানি, দুর্নীতি বন্ধের দাবি জানান।

রুবেলুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।