ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে আ.লীগ নেতার ছেলে আটক


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৭ জুন ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে অপু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে পৌরশহরের পৈরতলা সেতুর কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক অপু জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুলের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে পৈরতলা সেতুর কাছে এক নারীর গলার চেইন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা অপুকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।