স্টেশনের মর্যাদা রক্ষায় সরকারকে আল্টিমেটাম


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৭ জুন ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মর্যাদা রক্ষায় সরকারকে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্টেশনটিকে ‘বি’ গ্রেড থেকে ‘ডি’ গ্রেডে নামানোর প্রতিবাদে অনুষ্ঠিত সভায় এ আল্টিমেটাম দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে স্টেশনের প্ল্যাটফরমে আশুগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।

সভায় বক্তাব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, সমন্বিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবির, আশুগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোবারক আলী চৌধুরী, আলাল শাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশা খান প্রমুখ।

বক্তারা বলেন, আশুগঞ্জে রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। নানা কারণে গুরুত্বপূর্ণ এ স্টেশনটিকে ‘বি’ গ্রেড থেকে ‘ডি’ গ্রেডে নামানো কোনোভাবেই মেনে নেয়া যায় না। স্টেশনটিকে আগের গ্রেডে ফিরিয়ে আনতে আগামী ৩ জুলাই আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের কাছে স্মারকলিপি দেয়া হবে। সরকার যদি আশুগঞ্জবাসীর দাবি মেনে না নেয় তাহলে ১৫ জুলাই আবারও স্টেশনের প্ল্যাটফরমে প্রতিবাদ সভা করে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আশুগঞ্জ উপজেলায় বিদ্যুৎ কেন্দ্র, সারকারখানা, নৌবন্দর, সাইলো ও গ্যাস কমপ্রেসার স্টেশনসহ বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। প্রতিদিন আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে দুটি আন্তঃনগর ও দুটি কমিউটার ট্রেনসহ বেশ কয়েকটি মেলট্রেন যাত্রা বিরতি করে। তবে ‘ডি’ গ্রেডে নামিয়ে দেয়ার কারণে শুধু টিকিট বুকিং অফিস ছাড়া আর কিছুই থাকবে না স্টেশনটিতে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।