নবীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৯ জুন ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আশ্রাবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ২৬ জুন জিল্লুর রহমান ও ইউনিয়ন আলীগের সহসভাপতি কাওসার মোল্লা পক্ষের লোকজনদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা হলে জিল্লুর রহমান ও কাওসার মোল্লাসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।