প্রধান শিক্ষকসহ ৫ জন জেলে


প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৯ মে ২০১৫

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা উত্তোলন মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ডব্লিউ`কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ ৫ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্ণি করে জামিনের আবেদন জানালে বিচারক তরুণ বাছার তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গাউসেল আলম খান লাল, প্রধানশিক্ষক আব্দুল গণি, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম খান ও শিক্ষক ওয়াহেদুজ্জামান।

ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. ফেরদৌস রহমান মামলার নথির বরাত দিয়ে জাগো নিউজকে জানান, এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য গত বছর নভেম্বর মাসে ফরম পূরণ করা হয়। ওই সময় বাদীর (শামসুল হক মজুমদার) কন্যা এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান হাবসাসহ ৬৩ জন ফরম পূরণ করে। তাদের কাছ থেকে ২ হাজার ৮শ টাকা থেকে ৩ হাজার ২শ টাকা পর্যন্ত আদায় করা হয়।

অথচ, শিক্ষাবোর্ডের নির্দেশ অনুসারে মানবিক ও বাণিজ্য বিভাগে ছিল ১ হাজার ৫৫ টাকা করে এবং বিজ্ঞানে ১ হাজার ২৯০ টাকা ধার্য ছিল। ওই সময় স্কুল কর্তৃপক্ষ এসএসসি`র ফরমপূরণ বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে এক লাখ টাকা অতিরিক্ত আদায় করেন। এছাড়া বোর্ডের নির্ধারিত কেন্দ্র ফি আড়াইশ টাকার স্থলে দ্বিগুণ ৫শ টাকা করে আদায় করা হয়। সেখানেও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ১৬ হাজার টাকা আদায় করেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি প্রকাশিত হলে হাইকোর্ট বর্ধিত ফি ফেরত দেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ওই নির্দেশে বাদীসহ অন্যান্য অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের নিকট অতিরিক্ত টাকা চাইলে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। এমনকি তাদের ছেলেমেয়েদের এসএসসি`র কেন্দ্র থেকে বহিষ্কারের হুমকি দেন। কোনভাবেই ১ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করতে না পারায় গত ৮ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অন্য অভিভাবকদের সহায়তায় শামসুল হক মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক আসামিদের বিরুদ্ধে সমন জারি করে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক দুপুরে  আসামীরা স্ব-শরীরে আদালতে হাজির হন।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।