ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই পরিবারের ৭ মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
এরা হলেন উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তর নোয়ামোড়া গ্রামের তিন ভাই বাছির মিয়া, ইবন মিয়া, নাসির মিয়া, বাছির মিয়ার স্ত্রী হাসেনা বেগম, বাছির মিয়ার ভাই জীবন মিয়ার স্ত্রী সাহেনা বেগম, ইবন মিয়ার স্ত্রী নয়ন তারা ও নাছির মিয়ার মেয়ে কবিতা।
রোববার দুপুরে আখাউড়া থানা পুলিশের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে তার কার্যালয়ে এসে তারা আত্মসমর্পণ করেন।
এ সময় পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহম্মেদ, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ভূইয়া, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মো. আরিফুল আমিন উপস্থিত ছিলেন।
আখাউড়া থানা পুলিশ জানায়, বাছির মিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১৭টি, ইবন মিয়ার বিরুদ্ধে নয়টি ও নাছির মিয়ার বিরুদ্ধে ১০টি ওয়ারেন্ট রয়েছে। ওই তিন ভাই একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। আরেক ভাই জীবন মিয়া বর্তমানে জেল হাজতে রয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি