ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ ২ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ মাহফুজ (৩০) ও শরীফ (২৩) নামে দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকা থেকে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে। তারা দুজনই মাদক পাচারকারী বলে জানিয়েছে পুলিশ।
আটক মাহফুজ নোয়াখলীর বেগমগঞ্জ উপজেলার আইয়ূব উল্লার ছেলে এবং শরীফ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ফেরদৌস মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশের একটি দল ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকে (ঢাকা-ট-২০৪২) তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
তিনি আরও জানান, গাঁজা বহনকারী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম