ফয়েস লেক এলাকা থেকে ৫২ যুবক-যুবতী আটক


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২০ মে ২০১৫

চট্টগ্রামের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত খুলশী থানাধীন ফয়েস লেক এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালিয়ে ৫২ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর পাঁচটা থেকে ছয়টা পযর্ন্ত এ অভিযান পরিচালানা করেন খুলশী থানা পুলিশ।

খুলশী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার খবর পেয়ে ভোরে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল ও গেস্ট হাউস থেকে ৫২ জন যুবক-যুবতীকে আটক করা হয়। এদের মধ্যে ৩২ জন যুবক ও ২০ জন যুবতী রয়েছে।

পরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।