প্রকাশিত সংবাদের প্রতিবাদ


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৪ জুলাই ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের অভিযোগে আটক স্বপ্নীল শরীফুর রহমান অপু (৩০) ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তার বাবা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল।

গত ২৭ জুন অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে ‘ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে আ.লীগ নেতার ছেলে আটক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

জাগো নিউজের প্রতিবেদকের কাছে পাঠানো এক প্রতিবাদলিপিতে মুজিবুর রহমান বাবুল বলেন, জাগোনিউজ২৪.কমসহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত ছিনতাইকালে আওয়ামী লীগ নেতার ছেলে আটকের সংবাদটি সঠিক নয়। প্রকৃত ঘটনাকে আড়াল করে মিথ্যা মামলা দিয়ে খালি গায়ে অপুর ছবি তুলে প্রকাশিত সংবাদটি আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করেছে। অপু বর্তমানে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া আদালতে কাজ করছে। তার বিরুদ্ধে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ দিতে পারবে না। ঘটনার দিন (২৬ জুন) অপুকে পরিকল্পিতভাবে মারধর করে ছিনতাইকারী সাজিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। মামলার বাদী বিষয়টি বুঝতে পেরে আপোষ করেছেন।

প্রতিবেদকের বক্তব্য
জাগো নিউজে প্রকাশিত সংবাদটি বস্তুনিষ্ঠ। নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়েছে। গত ২৬ জুন রাত পৌনে ১১টার দিকে পৌরশহরের পৌরতলা সেতুর কাছ থেকে এক নারীর গলার চেইন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা অপুকে আটক করে গণধোলাই দিয়ে সদর মডেল থানার টহল পুলিশের কাছে সেপার্দ করে। পরদিন ছিনতাই মামলায় অপুকে আদালতে পাঠানো হয়। এছাড়া সাংবাদিকদের কাছে সদর মডেল থানা পুলিশের সরবরাহ করা সংবাদ বিজ্ঞপ্তিতেও অপুকে ছিনতাইকারী বলা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।