বিজয়নগরে বাসচাপায় বৃদ্ধা নিহত


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৪ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসচাপায় কল্পনা রাণী সরকার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্পনা রানী একই উপজেলার হরষপুর গ্রামের দিলমন সরকারের স্ত্রী।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কল্পনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাস চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভয় হয়নি।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।