সরাইলে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত


প্রকাশিত: ০৭:০১ এএম, ০৫ জুলাই ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. কালু মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কালু ওই গ্রামের মলাই মিয়ার ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে নিহত কালুর চাচাতো ভাই ইকবালকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন বছর ধরে শাখাইতি গ্রামের আবু তাহেরের সঙ্গে একই গ্রামের নিহত কালুর চাচাতো ভাই মিলন মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলাও চলমান রয়েছে। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কালু ও ইকবালকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।