স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৬ জুলাই ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মমতাজ বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি পোকা নিধনের ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত মমতাজ সদর উপজেলার সাদেকপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বুধবার সন্ধ্যায় মমতাজের সঙ্গে তার স্বামী জাকির হোসেনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মমতাজ ঘরে থাকা পোকা নিধনের ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হয়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকালে মমতাজের মৃত্যু হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।