মাদক ছেড়ে আত্মসমর্পণ করলেন ইউপি সদস্য


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৯ জুলাই ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

রোববার দুপুর ২টার দিকে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের কাছে তার কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন তিনি। জাকির কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন পরিসদের ১নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী কসবা উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ কসবা ও পার্শ্ববর্তী আখাউড়া থানায় ৭টি মামলা রয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, জাকির এখন থেকে আর মাদক ব্যবসা করবেন না বলে অঙ্গীকার করেছেন। জাকিরের মতো যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত তারা যদি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করার প্রত্যাশাও ব্যক্ত করেন পুলিশ সুপার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, গোপিনাথপু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর মান্নান, গোপিনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম খাঁন, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ও জেলা জজ আদালতের আইনজীবী জহিরুল ইসলাম প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।