নোয়াখালীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কবিরহাট এলাকায় মো. জহির উদ্দিন (৩০) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ইউনিয়নের তিতা হাজরা গ্রামের কবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহির উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতা হাজরা গ্রামের মুন্সী ব্যাপারী বাড়ির নুরুল আমিনের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের কর্মী।
এলাকাবাসী জানান, যুবলীগ কর্মী জহির গোপালপুর ইউনিয়নের তিতা হাজরা গ্রামের কবিরহাট এলাকার একটি দোকানে বসে সহপাঠীদের সঙ্গে কথা বলছিলেন। এসময় অজ্ঞাত পরিচয় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র হাতে জহিরকে ধাওয়া করেন।
একপর্যায়ে জহির তাদের ধাওযা খেয়ে নিজ বাড়ির কাছাকাছি এসে রাস্তার উপর পড়ে যান। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জাগো নিউজকে জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য জহিরের মরদেহ বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মিজানুর রহমান/এমজেড/এমএস