নোয়াখালীতে মানবপাচারকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে মানবপাচারকারীদের গ্রেফতার ও ভুক্তভোগীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে বাসদ। শনিবার সকালে নোয়াখালী টাউন হল চত্বরে বাসদ আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের জেলা আহ্বায়ক মতিন উদ্দিন, সদস্য সচিব দলিলের রহমানসহ নেতা কর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা, মানবপাচার সিন্ডিকেটের গড ফাদারসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিখোঁজ ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, সাগরে ভাসমান ও কারাগারে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবি জানান।
মিজানুর রহমান/এসএস/এমএস