টাঙ্গাইলের ১২ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে
সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে মামলাসহ বিভিন্ন কারণে টাঙ্গাইলে স্থগিত হওয়া ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকালে ভোট কেন্দ্রেগুলোতে ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে এ সময়ে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ টাঙ্গাইলের দুই উপজেলার মোট ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে- টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর, কাতুলী ও মাহমুদনগর এবং মধুপুর উপজেলার মহিষমারা, অরণখোলা, শোলাকুড়ি, আউশনারা, কুড়াগাছা, বেরিবাঈদ ও ফুলবাগচালা ইউনিয়ন। নির্বাচনে ৪৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মারা যাওয়ায় সেই শূন্য আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সকাল থেকেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি সাধারণ কেন্দ্রে পুলিশ ৭ জন এবং আনসার ১৪ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশ ১০ জন এবং আনসার ১৪ জন করে দায়িত্ব পালন করছে। এছাড়া কেন্দ্রের বাইরে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্সও রয়েছে।
আরিফ উর রহমান টগর/এমএমজেড/জেআইএম