ফরিদপুরে হোটেল থেকে সাত নারীসহ আটক ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৭ জুলাই ২০১৭

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার আল-বেগ আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাত নারীসহ ১১ জনকে আটক করেছে র‌্যাব-৮। সোমবার দুপুরে হোটেলের দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষের তালা ভেঙে তাদের আটক করা হয়। 

র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালানো হয়। 

তিনি আরও জানান, কয়েকজন নারীকে হোটেলের রুমের মধ্যে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তালা ভেঙে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়। 

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) পারভেজ মল্লিক জানান, হোটেল আল-বেগ থেকে আটক সাত নারী ও তিন খদ্দেরকে ১৫ দিন করে এবং হোটেলের ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এস. এম. তরুন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।