নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার কাদরা গ্রামে ব্যবসায়ী আবু তাহের ভুঁইয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার গভীর রাতে ডাকাতদল বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা ভেঙে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪০ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছেন।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, শনিবার গভীর রাত আনুমানিক দেড়টার সময় ৮ থেকে ১০ জনের সশস্ত্র ডাকাত সেনবাগ বাজারের চাল ব্যবসায়ী আবু তােহরর কাদরা গ্রামে হানা দেন। এসময় মুখোশধারী ডাকাতদল বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা ভেঙে প্রবেশ করে ব্যবসায়ী আবু তাহের ভূঁইয়ার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একটি কক্ষে আটকে রাখেন।
পরবর্তীতে তারা বিভিন্ন কক্ষের আলমিরা ভেঙে নগদ টাকা, ১শ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।
স্থানীয়রা অভিযোগ করে জানান, ডাকাতির খবর পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিক থানায় জানানোর জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইলে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত গত এক সপ্তাহে সেনবাগের বিভিন্ন স্থানে ৫টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মিজানুর রহমান/এমজেড/আরআই