সাগরের লাবণী পয়েন্টে ফিশিংবোট ডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৯ জুলাই ২০১৭

বঙ্গোপসাগরের কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন স্থানে একটি ফিশিং বোট ডুবে গেছে। তবে বোটে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে সৈকতের জেটস্কি চালকেরা। বুধবার বেলা ১১টার দিকে এই বোটডুবির ঘটনা ঘটে।

উদ্ধার জেলেদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা এই তথ্য নিশ্চিত করেছেন। ডুবে যাওয়া বোটটির মালিক কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকা কাসেম।

বিপদাপন্ন জেলেরা হলেন, খুরুশকুলের শফিক (৩৭), শাহাবুদ্দিন (৪৫), আবদুল গফুর (৫৬), আয়ূব আলী(৩৪), শহরের সিটি কলেজ এলাকার সেলিম (২৪), আয়াজ বাবুল (২০), জহির (৩৪) ও করিম উল্লাহ (৩৩)।

উদ্ধারকারী জেটস্কি চালক মো. আবছার মিয়া জানান, প্রবল ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যায়। তা দেখতে পেয়ে আমি ও মো. হোসেন জেটস্কি নিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধারে এগিয়ে যায়। ততক্ষণে ট্যুরিস্ট পুলিশের একটি টিমও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়ে বোটের ৮ জেলেকেই উদ্ধার করতেম সক্ষম হন উদ্ধারকারীরা। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়াদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, বোটটি গভীর সাগরের মাছ ধরতে যাওয়া পথে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশের টিম ও দু’জন জেটস্কি চালক অভিযান চালিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।