ফতুল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি মিজানসহ গ্রেফতার দুই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৯ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামি মিজান ওরফে পিচ্চি মিজান ও জসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার মাসদাইর চৌধুরী কমপ্লেক্স এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পিচ্চি মিজান মাসদাইর পাকাপুল এলাকার আফজাল মিয়ার ছেলে ও একই এলাকার মোসলেহ উদ্দিন মিয়ার ছেলে জসিম।

গ্রেফতারকৃত পিচ্চি মিজান ও জসিম বিরুদ্ধে মাসদাইরের সৈনিক লীগ নেতা মোকলেছ হত্যা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, জবরদখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর চৌধুরী কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পিচ্চি মিজান ও জসিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, চাদাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।