মুলাদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৯ জুলাই ২০১৭

বরিশালের মুলাদী উপজেলার ঘুলিঘাটা সংলগ্ন জয়ন্তী নদী থেকে হত্যাকাণ্ডের শিকার মোশারেফ হোসেন (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মোশারেফ উপজেলার বাটামারা ইউনিয়নের আলগি গ্রামের মৃত লোভান তালুকদারের ছেলে।

মোশারেফের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মোশারেফ। এরপর রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালেও মোশারেফ হোসেনের খোঁজ চালায় তার পরিবার। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

রাতে জয়ন্তী নদীর ঘুলিঘাটা এলাকায় মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোশারেফের স্বজনরা। তারা গিয়ে মরদেহ মোশারেফের বলে শনাক্ত করেন।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এরপর মৃতদেহ নদীতে ফেলে দেয়া হয়।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।