নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার
প্রতীকী ছবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে মুজাহিদুল ইসলাম মুজাহিদ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার সময় আলীয়া মাদ্রাসার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার নাওতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, সোনাইমুড়ী হামিদিয়া আলীয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র মুজাহিদুল ইসলাম মুজাহিদের মৃতদেহ মাদ্রাসার পাশে একটি গর্তের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, উদ্ধার করা মৃতদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান/এমজেড/এমএস