রাজবাড়ীতে কৃষককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৫:২০ এএম, ২৬ মে ২০১৫
প্রতীকী ছবি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরে আব্দুর শুকুর মণ্ডল (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপরার ডাঙ্গীপারা এলাকার একটি পরিত্যক্ত ভিটায় এ ঘটনা ঘটে।

নিহত শুকুর হাবাসপুর ইউনিয়নের কাচারীপরা এলাকার মৃত নেফাজউদ্দিন মণ্ডলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুকুর একজন দিনমজুর। তিনি দিন আনেন দিন খান। তার কোনো শত্রু থাকার কথা নয়। তবে যে ভিটাতে এ ঘটনা ঘটেছে সেই ভিটায় সন্ত্রাসীদের বিচরণ আছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াৎ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনই বলা যাচ্ছে না। তবে সুরতহাল রিপোর্ট শেষে নিশ্চিত করে বলা যাবে।

রুবেলুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।