সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৬ জুলাই ২০১৭

সাতক্ষীরায় বিভিন্ন সময় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় ১৭ বিজিবির নীলডুমুর ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যশোরের রিজিয়ন পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, খুলনা বিজিবির সেক্টর কমান্ডার পিএসসি কর্নেল এএসএম আনিসুল হক, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমনসহ অন্যান্য কর্মকর্তারা।

১৭ বিজিবির উপপরিচালক রেজোয়ান-উল-ইসলাম জাগো নিউজকে জানান, গত ১২ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২২ মে ২০১৭ তারিখ পর্যন্ত ১৭ বিজিবি অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

এসব মাদক দ্রব্যের মধ্যে ছিল ১২শ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ, ১.৯ কেজি গাঁজা, ১৮ হাজার ৫২ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট, ৩ লিটার দেশি চোলাই মদ, ২১৮ ক্যান ভারতীয় বিয়ার, ৩ হাজার ১৫০ বোতল ফেনসিডিল। এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৫৭ লাখ ২৪ হাজার ৩১০ টাকা।

তিনি আরো বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।