ভূয়াপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০১ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ভূয়াপুরের পাছতেরিল্ল্যা গ্রামে বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের করুন মৃত্য হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাছতেরিল্ল্যা গ্রামের ফজলুল হকের স্ত্রী সেলিনা (৩০) ও তার শিশুপুত্র সেলিম (৫)। আহত হয়েছেন একই গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), আজহার আলী (৭০) ও মিস্টার আলী (৪০)।

এলাকাবাসী জানান, উপজেলার পাছতেরিল্ল্যা গ্রামের তারা তালুকদারের ছেলে ইকবাল তালুকদার তার পুকুরে রাতের বেলায় বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর জন্য নিম্নমানের তার দিয়ে বিদ্যুৎ সংযোগ নেন। মঙ্গলবার কোনো এক সময় বিদ্যুতের তারটি ছিড়ে পুকুরের পানিতে পড়ে যায়। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়।

দুপুর আড়াইটার দিকে পাছতেরিল্ল্যা গ্রামের ফজলুল হকের শিশুপুত্র সেলিম পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় শিশুটির মা সেলিনা তাকে উদ্ধার করতে পুকুরের পানিতে নামলে মা-ছেলের করুন মৃত্যু হয়। মা-ছেলেকে উদ্ধার করতে গিয়ে আহত হন আরো তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল বলেন, ওই মা ও ছেলেকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আজহার আলীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।