জামায়াত নেতা মামার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা ভাগ্নের সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৯ আগস্ট ২০১৭

আমার মামা ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোশাররফ শেখ ও তার ছেলে একই ইউনিয়নের ছাত্র শিবির সম্পাদক ইমামুল হোসেন আমার মায়ের জমি দখলের জন্য সম্প্রতি হামলা করেছে।

এতে আমি নিজে আহত হই। এরপরও তারা আমার বিরুদ্ধে থানায় তিনটি ও আদালতে দুইটি মামলা করেছে। তারা এখনও আমাকে হয়রানি করার চেষ্টা করছে। নিজের মামা-মামি ও মামাতো ভাই-বোনদের বিরুদ্ধে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বল্লী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মিজানুর রহমান।

এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব লিমু ও ঝাউডাঙ্গা কলেজ ছাত্র আবদুর রহমান।

সম্মেলনে মিজানুর রহমান বলেন, মা তাহেরুননেসা পৈত্রিক সূত্রে রায়পুর মৌজায় জেএল নম্বর ৭২, খতিয়ান নম্বর এসএ ১১০৫. ১১০০ দাগ নম্বর ৩০১ ডিপি খতিয়ান ১১৮৮ বর্তমান জরিপে বিএস খতিয়ানে ৩৩৭ নম্বর দাগে ৯.৫০ একর জমি প্রাপ্ত হন। ৩৭ বছর যাবত ওই জমি তাদের দখলে রয়েছে।

অভিযোগ করে তিনি জানান, গত ১৭ জুন ওই জমিতে তার মামা পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তার মামা জামায়াত নেতা মোশাররফ শেখ, ছেলে শিবির ক্যাডার ইমামুল হোসেন, মেয়ে আসমা খাতুন জামায়াতের রুকন মামি তসলীসহ কয়েকজন তার ওপর লাঠিসোটা ও লোহার রড নিয়ে হামলা করে। এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলা করার পরও তারা মিজানুরের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দেয়। তদন্ত করে পুলিশ ওই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় তার অপর দুই মামা শাহাদাত হোসেন ও আবুল হোসেন তাকে সহযোগিতা করছেন। তবে বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা আহ্বায়ক একএম তৌহিদুর রহমান শাহীন তার মামা জামায়াত নেতা মোশাররফের পক্ষ নিয়ে তাদের উসকে দিচ্ছেন। এমনকি তাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ মিজানুরের।

তবে এ বিষয়ে জানার জন্য মিজানুর রহমানের মামা মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।