দাদির শেষকৃত্যের পর নাতনিও না ফেরার দেশে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:০০ পিএম, ১২ আগস্ট ২০১৭

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রী সুপ্রভা মণ্ডলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে সাপের কামড়ের পর শনিবার সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত. সুপ্রভা মণ্ডল (১২) কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শচ্চীদানন্দ মণ্ডলের মেয়ে ও শ্যামনগর উপজেলার নকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে শচ্চীদানন্দ মণ্ডলের মা ভারতী রানী মণ্ডল মারা যান।

শ্যামনগর সরকারি মহসিন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শচ্চীদানন্দ মণ্ডল বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে মা ভারতী রানী মণ্ডল মারা যান। সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তারা বাড়িতে চলে আসেন।

রাতে আমাদের সঙ্গে ঘুমিয়েছিল মেয়ে সুপ্রভা। রাত ২টার দিকে সুপ্রভা পেটে ব্যথা করছে বলে জানায়। কিছুক্ষণ পরে তার দম নিতে কষ্ট হচ্ছে ও গলা দিয়ে লালা আসতে শুরু করে।

ধারণা করছিলাম সাপে কামড় দিয়েছে। বিষয়টি বুঝে ওঠার আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুপ্রভা। শনিবার সকাল ৮টার দিকে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুপ্রভাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক জাগো নিউজকে বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি।

এদিকে দাদি-নাতনির মৃত্যুর ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।