রাজবাড়ীতে কৃষক সমিতির মানববন্ধন


প্রকাশিত: ০৮:০০ এএম, ০২ জুন ২০১৫

`কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও` এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধান, গম, পাট, ভুট্টা, সবজিসহ ফসলের লাভজনক দামসহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্ষেত মজুর সমিতির আহ্বায়ক আবুল কালাম, কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মণ্ডল, উপজেলা সাধারণ সম্পাদক কাজী সাহাবুদ্দিন প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ধান, গম,পাট, ভূট্টা, সবজিসহ ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু, খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয়, আসন্ন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, চাল আমদানি বন্ধ, বিএডিসিকে সচল,পল্লী রেশন-শষ্য বীমা চালু, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রাণি, দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়।

রুবেলুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।