দিনাজপুরে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৫ আগস্ট ২০১৭

ভারতের ৭১তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিএসএফকেও মিষ্টির প্যাকেট উপহার দিয়েছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টার হিলি চেকপোস্ট শূন্য রেখায় আনুষ্ঠানিকভাবে উভয় বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়। মিষ্টি বিতরণকালে বিএসএফ-১৯৯ ব্যাটালিয়ন ভারতীয় হিলি ক্যাম্পের সহকারী কমিশনার সুরেশ কুমার এবং বিজিবি-২০ ব্যাটালিয়ন হিলি চেকপোস্ট কোম্পানি কমান্ডার মাহবুব আলম উপস্থিত ছিলেন।

পরে ভারতীয় হিলি কাস্টমস ও ইমিগ্রেশনের পক্ষ থেকে বাংলাদেশের হিলি কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাকেও মিষ্টি উপহার দেয়া হয়।

মিষ্টি বিতরণের আগে বিএসএফ ও স্থানীয় স্কুল ছাত্ররা হিলি চেকপোস্ট শূন্য রেখায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তাদের ৭১তম স্বাধীনতা দিবস পালন করে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।