পটুয়াখালী যুবলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৭ আগস্ট ২০১৭

পটুয়াখালী শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে শহরেরর ব্যামাগার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগ কর্মী জুয়েল ইসলাম মিঠু ও কুম্পু নাসির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হয়েছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম /আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।