ওয়ারী-বটেশ্বরকে পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণার উদ্যোগ


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৫ জুন ২০১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ওয়ারী-বটেশ্বর আড়াই হাজার বছরের প্রাচীন বাংলাদেশের অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। যা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ। সেই ইতিহাসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নরসিংদীর ওয়ারী-বটেশ্বরকে পর্যটন অঞ্চল হিসেবে গড়তে উদ্যোগী হয়েছে সরকার।

শুক্রবার দুপুরে ওয়ারী-বটেশ্বর প্রত্নাঞ্চলের টঙ্গীরটেকে চতুর্দশ প্রত্নতাত্ত্বিক খনন কাজের আবিষ্কারসমূহ নিয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী অক্টোবরে বৌদ্ধ নিদর্শন পর্যটন সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ওয়ারী-বটেশ্বর গুরুত্বের সঙ্গে স্থান পাবে। এ সময় বিশ্বের বৌদ্ধরা ওয়ারী বটেশ্বরকে উপলব্ধি করতে পারবে। একজন পর্যটক বাংলাদেশে আসলে ১১ জন লোকের কর্মসংস্থান হয়।



ঐহিত্য অন্বেষণের ভারপ্রাপ্ত সভাপতি ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক ড, নরসিংদীর জেলা প্রসাশক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বিপিএম প্রমুখ।

এ সময় অতিথিরা সদ্য আবিষ্কৃত বৌদ্ধ মন্দিরের বিভিন্ন অংশ ও উন্মুক্ত জাদুঘর পরিদর্শন করেন। খনন কাজে অংশগ্রহণ করেছেন ঐতিহ্য অন্বেষণের গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সঞ্জিত সাহা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।