বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৭ আগস্ট ২০১৭

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর আকস্মিকভাবে উত্তাল হয়ে উঠেছে। রোববার বিকেলে বঙ্গোপসাগরের ঢেউয়ের তাণ্ডবে এফবি সুকতারা-২ নামের একটি মাছ ধরা ট্রলারসহ ১৭ জেলে ডুবে যায়।

এক ঘণ্টা সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা জেলেদের একই মালিকের এফবি সুকতারা-১ ট্রলার উদ্ধার করে শেষ বিকেলে মৎস্যবন্দর আলীপুরে ঘাটে নিয়ে আসে। এ সময় ওই জেলেদের উদ্ধার করা হয়।

এ সময় ট্রলারের মিস্ত্রি মো. সবুজ ও জাবেদ আহত হয়। আহতদের কুয়াকাটা তুলাতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার হওয়া জেলেরা।

উদ্ধার জেলেরা হলেন- মাঝি কবির হোসেন, বাবুল হোসেন, সবুজ, মুজাম্মেল, হজরত আলী, আব্দুর রহিম, হানিফ, সিদ্দিকুর রহমান, হান্নান, মোতাচ্ছের, মিজান হোসেন, তোতা মিয়া, হারুন অর রশিদ, জাবেদ, মাহিদুল ইসলাম, নুর ইসলাম, আব্দুস ছালাম।

সমুদ্র উত্তাল থাকায় নিমজ্জিত ট্রলারটি উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কুয়াকাটার খাজুরা গ্রামের ট্রলার মালিক মো. জয়নাল আকন।

নিমজ্জিত ট্রলারের মাঝি মো. কবির হোসেন জানান, রোববার দুপুরের দিকে মাছ ধরা অবস্থায় আকস্মিক সমুদ্র উত্তাল হয়ে উঠে। সমুদ্র থেকে তীরে ফেরার পথে ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়। এ সময় মালিকের অপর একটি ট্রলার এসে আমাদের সকলকে উদ্ধার করে আলীপুর নিয়ে আসে।

এ ব্যাপারে আলীপুর ও কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক পান্না মোল্লা জানান, উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ইঞ্জিন রুমে থাকা দুইজন ডুবে যাওয়া ট্রলার থেকে বের হতে গিয়ে আহত হয়। তাদের যথাযথ চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে। তবে সমুদ্র উত্তাল থাকার কারণে নিমজ্জিত ট্রলারটি উদ্ধারের জন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।