প্রবাসীদের অনুদানে নীলফামারী বানভাসিদের ঢেউটিন বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:৫২ এএম, ৩০ আগস্ট ২০১৭

বন্যায় ঘরবাড়ি ভেঙে গেছে এমন ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার নয় ফুটের ১৪টি করে এই ঢেউটিন পেয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় নীলফামারী জেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সামছুল আযম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লবসহ জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিকরা।

এ সময় জয়নাল আবেদীন জানান, অন্ট্রেলিয়ায় প্রবাসী নীলফামারীর ও অস্ট্রেলিয়ার বেশ কিছু নাগরিকের দেয়া বানভাসিদের জন্য প্রেরিত সাহায্যের অর্থে এই ঢেউটিন বিতরণ করা হয়।

জাহেদুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।