সিরাজগঞ্জে যমুনার পানিতে ভাসছে শতাধিক বাড়িঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে ফের যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী লোকালয়ে পানি ঢুকে শত শত বাড়িঘর পানিতে ভাসছে।

স্বাভাবিক হারে পানি বৃদ্ধির কারণে জেলার সদর, চৌহালী, কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি, কাওয়াকোলাসহ বিভিন্ন এলাকার বন্যা নিয়নন্ত্রণ বাঁধের বাইরে নিম্নাঞ্চলের ঘরবাড়িতে আবারও পানি ওঠায় বন্যাকবলিত মানুষগুলো গবাদি পশু ও নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়েছে।

তিনি আরও বলেন, সদর উপজেলার খোকশাবাড়ি, কাজীপুরের রতনকান্দি ইউনিয়নের ৭/৮টি গ্রামে আবারও পানি ঢুকে পড়েছে। নদী তীর সংরক্ষণ বাঁধগুলোর উপর নজরদারি বাড়ানো হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, আগের তুলনায় এবার ধীরগতিতে পানি বাড়ছে। পানি আরও ২-৩ দিন বড়িতে পারে। তবে বাঁধ ভাঙার কোনো আশঙ্কা নেই। পাউবো সকল নদী তীর সংরক্ষণ বাঁধগুলোর উপর নজরদারিতে নিরলস কাজ করে যাচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।