স্কুলছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ইন্টারনেটে, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে তিন বখাটেকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দক্ষিণ খড়িবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের সোবাহান আলীর ছেলে এবং জটুয়াখাতা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রিমন (১৬), একই ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামের আবেদ আলীর ছেলে ১০ম শ্রেণির ছাত্র জয়নাল আবেদিন ( ১৬) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (১৮)। মিজানুর রহমান চলতি বছর গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছে। আটকদের মধ্যে রিমন ওই ছাত্রীকে প্রেম নিবেদনের নামে যৌন হয়রানির চেষ্টা করে ও অপর দুইজন তার সহযোগী।

ভুক্তভোগী ওই ছাত্রী অভিযোগ করে জাগো নিউজকে বলেন, গত তিন মাস আগে আমি বিদ্যালয়ে প্রাইভেট পড়ার সময় মিজানুর রহমান আমাকে ডেকে এনে ছাত্রীদের কমন রুমের পাশ্বে রিমনের সঙ্গে কথা বলতে বলেন। আমি কথা বলতে আপত্তি জানালে রিমন আমাকে মারধর করে এবং জোরপূর্বক আমাকে জড়িয়ে ধরে ভিডিও করে। পরবর্তীকে রিমন বিভিন্ন সময় বিদ্যালয়ে যাওয়ার সময় রাস্তায় আমার গতিরোধ করে হুমকি দেয়। তার সঙ্গে প্রেম না করলে সে আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে।

শুক্রবার রাতে এলাকার বিভিন্নজনের মোবাইলে রিমনের ধারণ করা ভিডিও দেখে ওই ছাত্রীর বাবা আজিজুল ইসলাম বখাটেদের ডেকে এনে শনিবার সকালে পুলিশে সোপর্দ করেন।

আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, বখাটেদের উত্ত্যক্তের কারণে গত পাঁচদিন থেকে আমার মেয়ে বিদ্যালয়ে যেতে পারছে না। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছিল। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় মামলা দায়ের করব।

জটুয়াখাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম জাগো নিউজকে বলেন, ওই ছাত্রীর বাবা আমার কাছে অভিযোগ করেছিল। বিষয়টি আমি অভিযুক্তদের বাবাকে অবগত করলে তারা অস্বীকার করে বলেছেন- বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ভিডিওটি উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দিলেই মামলা হবে।

জাহেদুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।