বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

পটুয়াখালীর বাউফলে ৪৩ পিস ইয়াবাসহ মো. কবির মৃধা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

শনিবার সন্ধ্যা ৭টায় বটকাজল সোলাবুনিয়া মৃধা বাড়ির সামনে থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বটকাজল সোলাবুনিয়া মৃধা বাড়ির সামনে থেকে ৪৩ পিস ইয়াবাসহ কবিরকে আটক করা হয়। এ ব্যাপারে বাউফল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মহিব্বুল্লাহ চৌধুরী/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।