সিরাজগঞ্জে ১০ বছরের শিশুর আত্মহত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বেড়া খারুয়া গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে আলেয়া খাতুন (১০) ওই ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।
সে ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, বিকেলে আলেয়া গলায় রোশি পেঁচিয়ে গোয়ালঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
এফএ/আইআই