ফেসবুকে সংগ্রহ করা অর্থ পেল ৫০২ রোহিঙ্গা পরিবার

মাহাবুর আলম সোহাগ
মাহাবুর আলম সোহাগ মাহাবুর আলম সোহাগ , সহকারী বার্তা সম্পাদক (কান্ট্রি ইনচার্জ)
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

আবারও ফেসবুকের সহযোগিতায় ৫০২ জন রোহিঙ্গা পরিবারকে সহযোগিতা করলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তরুণ সমাজকর্মী ও সাংবাদিক মামুন বিশ্বাস। এর আগেও তিনি ফেসবুকের মাধ্যমে অসংখ্য অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন।

সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুবপালং ও পশ্চিম লম্বাশিয়ার বিভিন্ন টিলা ও দুর্গম অঞ্চলে আশ্রয় নেয়া ৫০২টি রোহিঙ্গা পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের নামাজ ঘর তৈরি করতে নগদ ৫ হাজার টাকা দেন তিনি।

rohingya

এর আগে গত ১৫ দিন ধরে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য তার ফেসবুক ওয়ালে মানবিক আহ্বান জানিয়ে আসছিলেন মামুন বিশ্বাস। সেই ডাকেই সাড়া দেন দেশ-বিদেশের বিভিন্ন বন্ধু। এতে সংগ্রহ হয় ৫ লাখ ৭ হাজার টাকা।

রোহিঙ্গাদের মাঝে অর্থ বিতরণের সময় দ্য পিপলস্ নিউজটোয়েন্টিফোরডটকম’র প্রকাশক সোহেল রানা, উখিয়া নিউজটোয়েন্টিফোরডটকম’র সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, স্থানীয় সমাজ সেবক আব্দুল হক চৌধুরী ও এশিয়ান টিভির সাংবাদিক রফিক মোল্লা উপস্থিত ছিলেন।

এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।