পুলিশ ফাঁড়িতে হামলা, বঙ্গবন্ধুর ছবিতে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

 

নরসিংদীতে রেলওয়ে স্টেশন মাস্টার ও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও দুর্বৃত্তদের ছোড়া গুলিতে স্টেশন মাস্টারের কক্ষে রাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির কাঁচ ভেঙে গেছে। সোমবার নরসিংদী রেলওয়ে স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার মুহিদুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের এক যাত্রী ছিনতাইকারীদের কবলে পড়েন। রেলওয়ে পুলিশের তৎপরতায় ছিনতাইকারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করে ওই যাত্রীকে দিয়ে দেয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ ছিনতাইকারীরা পুলিশকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই প্রেক্ষিতে সকাল সাড়ে ৮টার দিকে চার ব্যক্তি পিস্তল, চাপাতি ও রামদা নিয়ে রেল স্টেশনে হামলা চালায়। হামলাকারীরা রেলওয়ে পুলিশের ফাঁড়ি বন্ধ পেয়ে দরজায় এলোপাথারি কোপ দেয়। একই সময় রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষও তালাবদ্ধ থাকায় জানালা দিয়ে গুলি ছোড়ে। ওই গুলি বঙ্গবন্ধুর ছবিতে লেগে কাঁচ ভেঙে যায়।

খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হুমায়ন কবির ও ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আবদুল মজিদ বলেন, স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আমরা ছিনতাইকারীদের চিহ্নিত করতে সমর্থ হয়েছি। তবে তদন্তের স্বার্থে কারও নাম এ মুহূর্তে প্রকাশ করব না। ইতোমধ্যে শহরের বানিয়াছল এলাকার সাগর (২০) নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

সঞ্জিত সাহা/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।