প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঘোড়াশালে মানববন্ধন


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ জুন ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদুৎকেন্দ্রে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় বিদুৎ শ্রমিকলীগ (সিবিএ ) ঘোড়াশাল শাখার উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বি-১৯০২ (সিবিএ) সাধারণ সম্পাদক চন্দন কুমার চংন্দা বলেন, তারা শ্রমিকলীগ নয়, বিএনপি জামায়াতের রাজনীতিতে সংশ্লিষ্ট। তাই জননেত্রী শেখ হাসিনাকে নিয়েও কটূক্তি করতে দ্বিধাবোধ করেন না। আমরা তাদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক লীগ বি-১৯০২ (সিবিএর) ঘোড়াশাল শাখার সভাপতি মো. ইসমাইল মিয়া, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক চন্দন কুমার চংন্দা, কার্যকরী সভাপতি মো. মনিরুজ্জামান মানিক, অজিত কুমার দত্ত, হুমায়ুন কবির ,শাজাহান কবির, জয়নাল আবেদিন, আবুল কাদের, মঞ্জুরুল হাসান প্রমুখ।

২ ঘণ্টাব্যাপি চলা এ মনববন্ধনে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় দেশের ঘোড়াশাল তাপ বিদুৎকেন্দ্রের (সিবিএর ) প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক মানববন্ধনে অংশ নেয়।  

সঞ্জিত সাহা/এসএস/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।