মাইকিং করে ইলিশ বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০১ অক্টোবর ২০১৭

 

পটুয়াখালীর কলাপাড়ায় এবার মাইকিং করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। শনিবার বিকেল থেকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এভাবে ইলিশ মাছ বিক্রি করতে দেখা গেছে। ১ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করায় শনিবার সাগর থেকে ফেরা ট্রলারের জেলেদের ইলিশ অপেক্ষাকৃত কম দামে কিনে স্থানীয় পাইকাররা তা বিক্রি করেছেন।

নির্দিষ্ট মাছের বাজার ছাড়াই মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনের রাস্তার ফুটপাথে এভাবে লাইন দিয়ে পাঁচ-ছয় বিক্রেতা ইলিশ বিক্রি করছেন। দামও অপেক্ষাকৃত কম। ৩-৪টিতে কেজি এমন ইলিশ ২৫০ টাকা। দুটিতে কেজি ৩০০ টাকা। এভাবে প্রকারভেদে ৪০০, ৫০০ ও ৯০০ টাকা পর্যন্ত কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। এমনটি পরপর দুই বছর এই জনপদে দেখা গেল।

স্থানীয় মৎস্য বিভাগের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শুধুমাত্র কলাপাড়ার মহিপুর-আলীপুর-কুয়াকাটা মৎস্যবন্দর থেকে এ বছর অন্তত ২২ হাজার মেট্রিক টন ইলিশ বিভিন্ন মোকামে চালান হয়েছে। এটি রেকর্ড পরিমাণ ইলিশ আহরণ। গণমাধ্যমকর্মীরা চার-পাঁচ বছর আগেও খুঁজে বেড়াতেন কারা ইলিশ খেয়েছেন। তাদের নিয়ে রিপোর্ট করতেন। কিন্তু এখন এ বছর ভিন্ন দৃশ্য। ইলিশ খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে।

জেলে, আড়তদার ও ট্রলার মালিকরা জানান, মা ইলিশ রক্ষাকালীন নিষেধাজ্ঞা এবং জাটকা ইলিশ শিকারকালীন নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করায় এভাবে ইলিশের ব্যাপক বিস্তার ঘটেছে।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।