পাবনায় চরমপন্থি নেতার ১৭ বছরের সশ্রম কারাদণ্ড


প্রকাশিত: ১১:৫২ এএম, ১৭ জুন ২০১৫
প্রতীকী ছবি

পাবনায় অস্ত্র ও গুলি বহনের মামলায় চরমপন্থি নেতা কামাল হোসেন ওরফে কামালের (৩২) ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. ইমরান হোসেন চৌধুরী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন পাবনার আতাইকুলা থানার সোনাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ।

মামলার রায়ে বলা হয়, ২০১১ সালের ২৭ ডিসেম্বর একটি দোনলা বন্দুক এবং ৪ রাউন্ড গুলিসহ পুলিশ কামালকে গ্রেফতার করে। এ ব্যাপারে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা হওয়ার পর ১০ জনের সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. ইমরান হোসেন চৌধুরী অস্ত্র বহনের জন্য ১০ বছর এবং গুলির জন্য ৭ বছর সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খন্দকার জাহিদ রানা। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
 
একে জামান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।