সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৩ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের তামাইয়ে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বেলকুচি উপজেলার তামাই বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেলকুচি উপজেলার দেলুয়া ঈদগাঁহ মাঠ এলাকার আলমগীর হোসেনের ছেলে রাব্বি হোসেন (৪০) ও এনাতেপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী রিমা খাতুন (২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে এনায়েতপুর থেকে যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল জেলার করটিয়ায় যাচ্ছিল।

সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের তামাই বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে কড্ডার মোড় থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী রাব্বি নিহত হয়।

এ সময় আহত হয় অন্তত ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিমা খাতুন নামে আরও এক মেডিকেল কলেজছাত্রীর মৃত্যু হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।