নরসিংদীতে জামায়াতের ২৬ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৭ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

নরসিংদীর মাধবদীতে সদর উপজেলা জামায়াতের আমির আবদুর জব্বারসহ দলটির ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে মাধবদীর বিবিরকান্দী ইমন গার্ডেনের ভেতরে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার হল রুম থেকে গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী বিবিরকান্দী ইমন গার্ডেনে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নরসিংদী সদর উপজেলা (দক্ষিণ) জামায়াতের আমির আবদুর জব্বার (৬৫), জেলা জামায়াতের সদস্য মোজাম্মেল হক (৫৩), মাধবদীর আলগীর আবদুর হান্নান (৫২), হেলাল উদ্দিন (৬৫), ওসমান গণি (৫৬), বিরামপুরের শফিউদ্দিন (৪৩), হাফিজুর রহমান (৪০), ছোট মাধবদীর ইব্রাহিম মোল্লা (৫০), আলহাজ্ব মো. জাফর উল্লাহ (৪৭), ব্রাহ্মণডৌকাদীর নজরুল ইসলাম (৩৮), ছোট রামচন্দ্রদীর হানিফ মিয়া (৫০), ছোট মাধবদীর সিদ্দিকুর রহমান (৫০), নাসির উদ্দিন (৪৬), নজরুল ইসলাম (৩৩), গদাইরচরের ইসমাইল (৪৩), মোয়াজ্জেম হোসেন (৫২), চরভাসানিয়ার খায়রুল ইসলাম (৪২), মনোহরপুরের কামরুজ্জামান (৪০), চরদিঘলদীর মোসলেম উদ্দিন (৬৫), উত্তর চরভাসানিয়ার কবির হোসেন (৪৮), সাগরদীর ইয়াছিন মিয়া (৬৫), সাদেকুর রহমান (৪৩), ছোট রামচন্দ্রদীর আবদুর সাত্তার (২৯), জেলার মনোহরদীর সল্লাবাইদ গ্রামের বেলায়েত (৪০), নারায়ণগঞ্জের আড়াইহাজারের আবদুর আজিজ (৩৭) ও মুন্সীগঞ্জের শ্রীনগরের মোহসিন (৪৮)।

মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেফতাররা মাধবদী থানা জামায়াতসহ জেলা ও উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতা। তারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন বাদী হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়েছে।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।