শিবপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টগড় এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলা পৌর শহরের বৌয়াকুড় এলাকার বাবুল মিয়ার ছেলে বাবু (২২) ও সংঙ্গীতা এলাকার সাদ্দাম হোসেন (২৫)। মুমূর্ষু অবস্থায় মোজাম্মেল নামে অপর মোটরসাইকেল আরোহীকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে বৌয়াকুড় এলাকার বাবুল মিয়ার ছেলে বাবু তার তিন বন্ধুসহ মোটরসাইকেলে নিয়ে ভৈরব যাওয়ার উদ্দেশে রওনা দেয়। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টগড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাবু নিহত হয়। আহত হয় ২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাদ্দাম হোসেন মারা যায়। মোজাম্মেল হোসেনকে নরসিংদী হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
সঞ্জিত সাহা/ এমএএস/পিআর