নরসিংদীতে বিমান বাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২২ জুন ২০১৫

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও বিমান বাহিনীর পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল নামক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় বিমান বাহনীর ৪ সদস্যসহ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।  

আহত বিমান বাহিনীর সদস্য কর্পোরাল ফারুক আহম্মেদ জাগো নিউজকে জানান, ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে আমাদের পিকআপ ভ্যানকে সজোরে মুখোমুখি ধাক্কা দেয়। এতে আমাদের ৫ জন আহত হন। এরমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সঞ্জিত সাহা/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।