তিস্তা ব্যারাজের ৬৪ প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৭

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের বিভিন্ন অনিয়ম ও লুটপাটের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্তে নেমেছে। ২০১৫ সালের ৬৪টি প্রকল্পের ব্যাপক লুটপাটের কারণে আগামী ১৯ অক্টোবর এই তদন্ত ডালিয়া তিস্তা ব্যারেজে অনুষ্ঠিত হবে।

দুর্নীতি দমন কমিশনের পত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরের আরএফকিউ ও ইমাজেনিন্স ওয়ার্ক নামে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড তিস্তা নদীর ডানতীর বাঁধ, বামতীর বাঁধ, প্রধান ক্যানেল, কলোনী সংস্কার ও মেরামত এবং বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় সংক্রান্ত্র ৬৪টি প্রকল্পের কাজ কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে কোটি কোটি সংশ্লিস্ট কর্মকর্তা ও ঠিকাদারের মধ্য ভাগবাটোয়ার অভিযোগে দুদক এ তদন্তে নামেন।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা বীরকান্ত রায় আগামী ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) সরেজমিনে তিস্তা দোয়ানী ব্যারাজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তদন্ত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারসহ কর্মকর্তাদের স্বাক্ষরিত মূলে চিঠি পাঠান।

জাহেদুল ইসলাম/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।