ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরশহরের দাতিয়ারা খাঁ বাড়িতে এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বেলা ১১টার দিকে এক চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান কানাডা প্রবাসী আকরামুল ইসলাম খান।
ঢাকা শিশু হাসপাতালের ইউরোলজি বিভিাগের প্রধান ডা. আবদুল আজিজের নেতৃত্বে ১০ সদস্যের একটি চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসকদের দলে আরও ছিলেন- ঢাকা শিশু হাসপাতালের মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ এবং সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য গজেন্দ্র নাথ মাহাতো, নাক-কান গলা ও শিশু রোগ বিশেষজ্ঞ দুর্লভ কান্তি পাল, স্ত্রী রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ হাফিজুল ইসলাম, মেডিসিন ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ আসিফ নেওয়াজ, মেডিসিন বিশেষজ্ঞ গোলাম সারওয়ার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আবদুল আজিজ বলেন, ঢাকার বাইরের সাধারণ রোগীরা সবাই ঢাকায় যেতে পারেন না। আবার অনেকের ঢাকার চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্যও থাকে না। সাধারণ মানুষের কথা বিবেচনা করেই ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকদের ১০ সদস্যের একটি দল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসা হয়েছে।
এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরামুল ইসলাম খান বলেন, এনাম-আনার ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রথম শহরে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/আইআই