নবীনগরে মাদকসহ বাবা-ছেলে আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাড়ে ১২শ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কেদারখোলা গ্রামের আবুল কাশেম (৫৯) ও তার ছেলে জিয়াউর রহমান (২০)। আটকরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান।
তিনি জাগো নিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেদারখোলা গ্রামের মধ্যপাড়া এলাকায় আবুল কাশেমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আবুল কাশেমের পাঞ্জাবির পকেট থেকে ২৫০ পিস ও ঘরের টেবিলের ড্রয়ার থেকে আরও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং চালের ড্রামে লুকিয়ে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আবুল কাশেম ও তার ছেলে জিয়াউর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস